জয় লাহা, দুর্গাপুর, ১৮ জুলাই: দেশজুড়ে কোভিডের কড়া বিধিনিষেধ। তাই এবার জাতীয় পাওয়ারলিফটিং প্রতিযোগিতার ট্রায়লে থাকছে কিছু বিধিনিষেধ। এবারে রাজ্যের প্রতিযোগী নির্বাচিতের জন্য ট্রায়ল হবে দুর্গাপুরে। এমনটাই জানিয়েছে, রাজ্য পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশন।
আগামী ৬-৯ আগষ্ট দিল্লিতে শুরু হবে ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ানশিপ। ওই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের যেসব প্রতিযোগী অংশ নেবেন তারা ট্রায়ালের মাধ্যমে নির্বাচিত হবেন। রাজ্য পাওয়ারলিফটিং অ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক কৌস্তভ ঘোষ জানান, “আগামী ২৪ জুলাই দুর্গাপুর কৌস্তভ পাওয়ারলিফটিং অ্যাকাডেমিতে ট্রায়ল করা হবে। সেখানে ঠিক হবে কোন প্রতিযোগী ন্যাশনালে অংশ নেবেন। এছাড়াও ওয়ার্ল্ড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ানশিপ হবে ইউএসএ তে। সেখানে বেঞ্চপেস্ট, ডেডলিফটের চ্যাম্পিয়ানশিপ হবে। ভারতের যারা অংশ নেবেন ওই প্রতিযেগিতায়, তারা দিল্লিতে নির্বাচিত হবেন।”