স্থানান্তরের পরিকল্পনা বাতিল, বাঁকুড়া বইমেলা হবে খ্রিষ্টান কলেজ মাঠেই

(ফাইল ছবি)
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ ডিসেম্বর: অবশেষে অনেক টালবাহানার পর বাঁকুড়া বইমেলা বাঁকুড়া শহরের খ্রিষ্টান কলেজ মাঠেই হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁকুড়া শহর থেকে স্হানান্তরিত করে বাঁকুড়া বইমেলা সোনামুখীতে করার সিদ্ধান্ত অবশেষে বাতিল করা হয়েছে। গতকালই রাজ্য গ্ৰন্থাগার দপ্তর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

১৯৮২ সাল থেকে বাঁকুড়া বইমেলা শুরু হয় বঙ্গবিদ্যালয় মাঠে। তারপর জেলা স্কুলে ও তারপর বিগত বছর ধরে বাঁকুড়া শহরের খ্রিষ্টান কলেজ মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা। এই বছর বইমেলা খ্রিষ্টান কলেজের পরিবর্তে সোনামুখী শহরে করার পরিকল্পনা হয় সরকারি স্তরে। এই সরকারি পরিকল্পনা জানাজানি হতেই জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদে সোচ্চার হন জেলার শিল্পী ও বুদ্ধিজীবীরা। বইমেলা স্হানান্তরের প্রতিবাদ জানাতে তৈরী হয় বইমেলা স্হানান্তর বিরোধী মঞ্চ। মঞ্চের পক্ষ থেকে জেলাশাসক সহ সরকারি স্তরে বইমেলা স্হানান্তরের প্রতিবাদ জানিয়ে পরিকল্পনা বাতিল করে বাঁকুড়া শহরে করার দাবি জানানো হয়।অবশেষে বইমেলা স্হানান্তরের পরিকল্পনা বাতিল করে খ্রিষ্টান কলেজ মাঠে করার সিদ্ধান্ত জানানো হয়।আগামী ২৮ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে।

বইমেলা স্হানান্তরের পরিকল্পনা বাতিল করে ফের বাঁকুড়া শহরের খ্রিষ্টান কলেজ মাঠে করার সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে শিল্পী ও বুদ্ধিজীবীরা। এই সিদ্ধান্তে তারা খুশি চেপে রাখতে পারেননি। বইমেলা স্হানান্তর বিরোধী মঞ্চের আহ্বায়ক মধুসূদন দরিপা বলেন, সরকারি এই সিদ্ধান্তে আমরা সবাই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *