সাথী দাস, পুরুলিয়া, ১ ডিসেম্বর: জেলার বেগুনকোদরে শুরু হল ঐতিহ্যবাহী রাস উৎসব। কোভিড পরিস্থিতিতে সরকারি নির্দেশ উপেক্ষা করেই বসেছে মেলা। উৎসাহী দর্শকদের জন্য রয়েছে তিন দিন ধরে যাত্রানুষ্ঠান। থাকছে ছৌ নৃত্যের আসর। শুরু হয়েছে সার্কাসও। গ্রাম প্রান্তরের মানুষের সারা বছরের অপেক্ষাকে মাথায় রেখে চিরাচরিত এই উৎসবের আয়োজন করেছে কমিটি। যদিও কমিটির দাবি সরকারি নির্দেশিকা মেনেই উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রায় ৩০০ আগে বেগুনকোদরের তৎকালীন রাজার আমলে শুরু হয় কৃষ্ণের রাস। ওই আমলেই সুসজ্জিত মন্দির নির্মাণ হয়। প্রজাদের বিনোদন মানির বর্তমানে বেগুনকোদর রাস কমিটি পরিচালনা করেন।
কমিটির সদস্য অরূপ গোস্বামী জানান, “এবার করোনা আবহে সরকারি নিয়ম নীতি মেনেই রাস উৎসব হচ্ছে।
মীনাবাজার, সার্কাস বা যাত্রা না হলে হতো না। বহু মানুষের আশা প্রত্যাশাকে মান্যতা দিতে রীতি মানতেই হল। “