আমাদের ভারত, বারুইপুর, ১৭ এপ্রিল: রাজ্য ও কেন্দ্র দুই সরকারই বাইরে বের হলে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে। ফলে আচমকাই মাস্কের চাহিদা অনেকখানি বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মাস্ক যেমন কিনে উঠতে পারেননি, তেমনি দোকানেও মাস্ক সঠিক ভাবে পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই নিজের উদ্যোগে সম্পূর্ণ নিজের খরচায় মাস্ক তৈরি করে সেই মাস্ক এলাকার সাধারণ মানুষকে বিলি করলেন স্থানীয় এক তৃণমূল নেতা।
দক্ষিন ২৪ পরগণার বারুইপুর পূর্ব বিধানসভার যুব তৃণমূল কংগ্রেস নেতা চয়ন বর্মণ নিজে এই উদ্যোগ নিয়েছেন। কাপড় কিনে দলীয় কর্মীদের সাথে নিয়ে মাস্ক তৈরি করে তা এলাকার সমস্ত স্তরের মানুষের হাতে তুলে দিচ্ছেন। আর সকলে যাতে সেই মাস্ক ব্যবহার করেন সেই পরামর্শও দিচ্ছেন তিনি। কয়েকদিন নেতাগিরি ভুলে আপাতত এই কাজেই মেতেছেন এই যুবক।