গলসিতে তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূলের উপপ্রধান, গাছের ডাল দিয়ে ফেলে পেটানো হল

আমাদের ভারত, গলসি, ১৯ জুলাই:
ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল উপপ্রধানকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যে নাগাদ  ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার গোহগ্রাম এলাকায়। গলসি পঞ্চায়েতের উপপ্রধান বিমল ভক্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গলসির গোহগ্রাম পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের দখলে আছে। পঞ্চায়েতের প্রধান রিঙ্কু ঘোষের সঙ্গে উপপ্রধানের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছে। দিন কয়েক আগে গ্রাম প্রধান রিঙ্কু ঘোষ মন্তব্য করেছিলেন ‘দল চালাতে গেলে টাকা লাগে’। যা নিয়ে সরব হয়েছিলেন উপপ্রধান বিমল  ভক্ত।

২১ জুলাইয়ের কর্মসূচি পালনের জন্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছে। রবিবার সন্ধ্যে নাগাদ উপপধান বিমল ভক্ত দলীয় কর্মসূচি সেরে বাঁধের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় ঘোষ, আশীষ ব্যানার্জি সহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে রাস্তা থেকে ঠেলে বাঁধের রাস্তার নিচে ফেলে দেওয়া হয়। এরপর গাছের ডাল ভেঙ্গে তা দিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি খুনের হুমকি দেওয়া হয়।

রবিবার রাতে গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা বিমল ভক্ত। তিনি বলেন,  পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদ করায় আমার উপর এদিন হামলা চালানো হয়। গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করে তারা। আমাকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয়। গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, দলে কোনও গোষ্ঠী কোন্দল নেই। কী ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *