Tathagata, “এই বীভৎস বিকৃতি সংশোধনের সময় এসেছে,” কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ৪ অক্টোবর: “পূর্ববাংলা, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে বাঙালি মুসলমানেরা আনুমানিক এক লক্ষ বাঙালি হিন্দুকে হত্যা করেছে, অগণিত হিন্দু নারীকে অপহরণ ও ধর্ষণ করেছে, সোয়া কোটি বাঙালি হিন্দুকে তাদের চৌদ্দপুরুষের বাসভূমি থেকে উৎখাত করে পথের ভিখারী করেছে।” শনিবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “এসবের পরিসংখ্যান পাওয়া যাবে না, কারণ যাদের সেই পরিসংখ্যান রাখার কথা তারাই তো হত্যাকারী বা ধর্ষণকারী! এর বিপরীতে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানেরা আনন্দে থেকেছে, কারণ দুরাত্মা গান্ধী ১৫ই অগাস্ট ১৯৪৭ তারিখে বেলেঘাটায় বসে তাদের উৎখাত হওয়া আটকে দিয়েছিল।

বাঙালি মুসলমান যে এ তথ্য লুকিয়ে রাখবে সেটা স্বাভাবিক। কিন্তু দেখে আশ্চর্য লাগে বাঙালি হিন্দুরা গান্ধী ও বামপন্থী প্রচারিত শঠতা ও অসাধু মূল্যবোধের বশবর্তী হয়ে নিজেরাই এই গণহত্যা, গণধর্ষণ ও গণনির্যাতনের ঘটনা লুকিয়ে রাখতে উদ্যোগী হয়েছে।

পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আমি খুঁজে পাইনি (আপনারা কেউ পেলে জানাবেন) যাতে একটি বিশাল জনগোষ্ঠী এই পরিমাণ নির্যাতনের শিকার হয়ে তারাই আবার সেই নির্যাতনের কাহিনী লুকিয়ে রাখতে বা ভুলে যেতে উদ্যোগী হয়েছে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *