আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মে: লকডাউনের ফলে বন্ধ হল তিনশ বছরের প্রাচীন চড়ক উৎসবl শালবনি ব্লকের কর্ণগড় মন্দির সংলগ্ন এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে ব্রিটিশ আমলের আগে থেকে জাঁকজমকপূর্ণ এই গাজন উৎসব চলে আসছিলl উৎসব উপলক্ষে শিব মন্দির প্রাঙ্গণে বসা মেলায় শালবনি ও কর্ণগড় এলাকার পঁচিশ ত্রিশ হাজার মানুষের সমাগম হয়l
প্রতিবছরের মতো এবারও তিরিশে বৈশাখ সেই উৎসব হওয়ার কথা ছিলl কিন্তু লকডাউনের জন্য এ বছর তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উৎসব কমিটিl গাজন মেলা ও উৎসব কমিটির সম্পাদক প্রবীর কবি জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনে সামাজিক সুরক্ষা ও মানুষের সুস্থতার কথা ভেবে তিনশ বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই গাজন উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছেl