অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ ডিসেম্বর: আদিবাসী বৈগা সমাজের ধর্ম, সমাজ, সংস্কৃতির বিকাশের লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়াতে শুরু হল তৃতীয় বর্ষের বৈগা মেলা। ঝাড়গ্ৰাম জেলা পুলিশের সহায়তায় এদিন তপসিয়ার আখড়া ডাঙ্গাতে মেলার উদ্বোধন করেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী, বৈগা সমাজের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক লক্ষ্মণ রায়, সমাজসেবী টিংকু পাল, কালিপদ সুর, বৈগা সমাজের ঝাড়গ্ৰাম জেলা সম্পাদক মানিক খিলাড়ি প্রমুখ।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাতে গিয়ে আদিবাসী বৈগা সমাজের উপদেষ্টা লক্ষ্মণ রায় তাঁর কর্মজীবন থেকে বৈগা সম্প্রদায়ের জীবনের করুন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
মেলা সম্পর্কে উদ্যোক্তা মানিক খিলাড়ি বলেন, আমাদের বৈগা সমাজের সংস্কৃতির বিকাশের জন্য এই মেলা বিগত তিন বছর ধরে পুলিশের সহায়তায় হয়ে আসছে। পাশাপাশি মানিকবাবু তাঁদের সম্প্রদায়ের বঞ্চনা এবং বর্তমান সরকারের আমলে দাবি আদায় সম্পর্কে বলেন।