স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অন্যতম সেরা পুজো সমাজ সেবক সংঘের এবারের পুজোর থিম ” অপেক্ষা “। করোনা মুক্ত হওয়ার অপেক্ষা। খাঁচায় রয়েছে মানুষ আর গাছে রয়েছে মুক্ত বিহঙ্গ। খাঁচায় বন্দী মানুষ রয়েছেন করোনা মুক্তির অপেক্ষায়। সমাজ সেবক সংঘের পুজো মন্ডপ করা হয়েছে সেই পাখির খাঁচার আদলে।
বাঁশ ও বেত দিয়ে তৈরি খাঁচার ভেতরে সাজানো বন্দী মানুষ আর কৃত্রিম গাছের ডালে বসে আছে থার্মোকলের তৈরি পাখি। খাঁচার আদলে তৈরি মন্ডপে মৃন্ময়ীর মূর্তি। করোনা থেকে মুক্ত হওয়ার প্রার্থনাতেই এবার তাদের দেবীর আরাধনা। সাধারন মানুষকে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতন করতেই এবারে স্বল্প বাজেটে আকর্ষণীয় হয়েছে এই সমাজ সেবক সংঘের পুজো। করোনা আবহে এবারের পুজোয় সরকারি নিয়মবিধি মেনে পুজো করা হচ্ছে বলে জানালেন পুজো কমিটির অন্যতম কর্মকর্তা পার্থ চাকলাদার।