Durga Puja, Midnapur, ৭০ বছরে মেদিনীপুর পুলিশ লাইন হাউসিং- এর দুর্গাপুজোর থিম “মোদের গৌরব মোদের ভাষা”

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: ৭০ বছরের পা দিল মেদিনীপুর পুলিশ লাইন হাউসিং- এর দুর্গাপুজো। এবছরের থিম মোদের গৌরব মোদের ভাষা। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করলেন এই পুজোর।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জেলার মানুষজনকে শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানান, জেলার প্রতিটি পুজো মন্ডপ এলাকাতেই ৫০০০- এরও বেশি পুলিশ নিরাপত্তার কাজে মোতায়েন থাকছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এ বছর নতুন ভাবনা নেওয়া হয়েছে পিঙ্ক মোবাইল সিস্টেম। বিশেষ করে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্যই এই চিন্তা ভাবনা নেওয়া হয়েছে জেলা পুলিশের উদ্যোগে।

জেলা পুলিশ সুপার আরোও বলেন, পুজোর দিন সকলের খুব আনন্দে কাটুক, তবে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রতি কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। পাশাপাশি জেলাজুড়ে পুজো দেখার জন্য গাইড লাইন ম্যাপ উদ্বোধন করা হয়। সঙ্গে জেলার ১০০টি জায়গায় হেল্পলাইন কিয়স্ক তৈরী করা হবে যাতে সাধারণ মানুষ সুস্থ ভাবে উৎসবের আমেজে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *