কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: ৩১ জানুয়ারি সারা রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা হল। উচ্চ আদালতের নির্দেশে ২০১৭ সালের পরীক্ষার্থীরা এই পরীক্ষা দিলেন। ঘাটাল মহাকুমাতে নির্বিঘ্নে সম্পন্ন হল এই পরীক্ষা।
ঘাটাল মহকুমার ৯টি কেন্দ্রে ৩৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮৮ জন পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়। পরীক্ষা ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। কোথাও কোনও অশান্তির খবর নেই।
এক পরীক্ষার্থী জানালেন অঙ্ক প্রশ্ন কঠিন হয়েছিল। বাকি সব বিষয়ের প্রশ্ন ঠিক ছিল। অনেক পরীক্ষার্থী রসিকতা করে বলন হয়তো আবার পরের পরীক্ষা দিতে হতে পারে।