রাজেন রায়, কলকাতা, ১১ নভেম্বর: হাইকোর্টের নির্দেশ মোতাবেক ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত হল কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের কার্যকালীন সময়।
বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে পুর সচিব জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত বরো কোঅর্ডিনেটর, ওয়ার্ড কোঅর্ডিনেটর এবং প্রশাসক মন্ডলীর সদস্যরা কলকাতা পুরসভার দায়িত্বভার সামলাবেন।
প্রসঙ্গত, করোনা মহামারীর জন্য পুরসভার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাই প্রশাসক মন্ডলীর হাতে পুরসভার যাবতীয় কর্মভার তুলে দেওয়া হয়েছিল। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও অন্যান্য মেয়র পরিষদরা প্রশাসক মন্ডলীর সদস্য হিসাবে কার্য নির্বাহ করছেন। অন্যদিকে বোরোগুলির দায়িত্বে রয়েছেন প্রাক্তন বরো চেয়ারম্যানরা এবং ওয়ার্ড কো- অর্ডিনেটর দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন কাউন্সিলররা।