শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলা লেখক শিল্পী সংঘের দশম সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: লোকনৃত্য সহযোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজ পশ্চিম মেদিনীপুর জেলা লেখক শিল্পী সংঘের দশম সম্মেলনের সূচনা হল। মেদিনীপুর শহরের কর্মচারী ভবনের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় কবি ও সাহিত্যিকরা শ্লোগান তোলেন দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ চাকরি বিক্রির অন্ধকার রাজের অবসান হোক, দূর হোক জাতি বিদ্বেষ- বিভেদ ও বিভাজনের রাজনীতি, গড়ে উঠুক সৌভাতৃত্বের বন্ধনে
ভারতের সাংবিধানিক অধিকার রক্ষার সংগ্রাম।

এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, লোক- সংস্কৃতিক গবেষক মধুপ দে, অধ্যাপক প্রভাত মিশ্র, সাহিত্যিক বিজয় পাল, বিমল গুড়িয়া, আবুল মাজান, প্রদীপ দেব বর্মন, অধ্যাপক লক্ষ্মণ কর্মকার, মহাদেব চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, সংগঠক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

পদযাত্রা শেষে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার কার্যকরী সভাপতি কবি নিলয় মিত্র। শহিদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের নেতৃত্ব, শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ।

মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে প্রয়াত আজহার উদ্দিন খান ও তুষার পঞ্চানন স্মৃতি মঞ্চে শুরু হয় গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার দশম সম্মেলন।

এদিন সম্মেলন শুরুর আগে প্রয়াত সঙ্গীত শিল্পী হায়দার আলী ও বাচিক শিল্পী মিতালী ত্রিপাঠীর নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের ক্রান্তিক শাখার সদস্য-সদস্যারা। সাংস্কৃতিক মঞ্চে ভাস্বতী পঞ্চানন ঘোষ স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রতন খাসনবিশ। স্মারক বক্তৃতার বিষয় ছিল অর্থনীতি, রাজনীতি, বিশ্বায়ন, সংস্কৃতির আগ্রাসন থেকে মানব মুক্তির বিকল্প পথ।

এই মঞ্চ থেকে ভাস্বতী পঞ্চানন ঘোষ স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট কবি ও সায়ক প্রত্রিকার সম্পাদক সূর্য নন্দীকে‌। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিজয় পাল।সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক আবুল মাজান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২০৭ জন নির্বাচিত প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। সম্মেলন পরিচালনা করেন নিলয় মিত্র, প্রভাত মিশ্র, লক্ষ্মণ কর্মকার ও বিমলা গুড়িয়াকে নিয়ে গঠিত চার-সদস্যের
সভাপতি মন্ডলী। শনিবার বিকেল পর্যন্ত চলবে এই সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *