সাথী দাস, পুরুলিয়া, ২৬ এপ্রিল: অযোধ্যা পাহাড়ে অবস্থিত পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের আন্দোলন সাময়িকভাবে উঠে গেল। শ্রম দফতর থেকে তাঁদের দাবি বিবেচনার আশ্বাস পেয়ে ধর্না কর্মসূচি তুলে নিলেন কর্মীরা। ২৭ এপ্রিল অর্থ্যাৎ আগামী কালের পূর্ব ঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করলেন তাঁরা। ধর্না মঞ্চ থেকে এই কথা জানান কর্মী মধুসূদন পাল, দুলাল কুমার। তাঁরা বলেন, “দাবি থেকে সরছি না। তবে, ২৪ এপ্রিল আসানসোলে যুগ্ম শ্রম মহাধ্যক্ষের অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে দাবি পূরণের আশ্বাস দেন কমিশনার। তাই, আমরা সাময়িক আন্দোলন বন্ধ রাখলাম।”
প্রসঙ্গত, ন্যায্য বেতন, বাড়তি পিএফ, ইন্সুরেন্স, মেডিক্যাল। এই সমস্ত সুবিধার দাবি জানিয়ে এবং শোষণ ও বঞ্চনার অভিযোগ তুলে বাঘমুন্ডি ব্লকের পিপিএসপি অফিসের কাছে অবস্থান ধর্নায় বসেছিলেন ওই জল বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী চুক্তভিত্তিক কর্মীরা। বিভিন্ন দাবিকে সামনে রেখে অস্থায়ী কর্মচারীরা সোমবার থেকে ধর্নায় বসেছিলেন। তিনদিন ধরে হওয়া অবস্থান বিক্ষোভ আজ শেষ হল। কর্মসূচিতে যোগ দেওয়া অস্থায়ী কর্মচারীরা পিপিএসপিতে বিভিন্ন ঠিকা সংস্থার অন্তর্গত ইলেকট্রিক্যাল মেনটেনেন্স সহ সুপারভাইজার, ড্রাইভার এবং আরও বিভিন্ন বিভাগে কর্মরত অস্থায়ী কর্মচারী। জানা গিয়েছে, মোট ১৯৩ জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। এঁদের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজে ৪৯ জন, চৌকিদার পদে ৮৩, সাফাই কর্মী ১৭, মালি ৬, চালক ১৪, পাওয়ার হাউস রক্ষণাবেক্ষণে ১২ এবং রাঁধুনি হিসেবে ১২ জন রয়েছেন। ঠিকা সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির থেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কর্মীদের। দায়িত্বপূর্ণ এই কাজে যুক্ত কর্মীদের মানবিকতার সঙ্গে বেতন ও সুযোগ সুবিধা সহ অন্যান্য কেন্দ্রে কর্মরতদের থেকে অনেক বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়।

