সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ মার্চ: পিএফের টাকা ও বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি করে বিক্ষোভে নামলেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। অভিযোগ, বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়া হলেও সেই টাকা আপডেট না হওয়ার অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে অস্থায়ী কর্মীরা বুধবার থেকে কর্মবিরতি পালন করছে৷ কর্মীদের অভিযোগ তারা অল্প বেতন পান। তাও অনিয়মিত৷ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন কর্মবিরতির ডাক দেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত একটি কোম্পানির ৯৬ জন পুরুষ মহিলা কর্মী রয়েছে। তারা মূলত ওয়ার্ডবয়, সাফাই, পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন পরিষেবার কাজ করেন। বুধবার থেকে তারা বেতন বৃদ্ধি ও সময় মতো বেতন পাওয়া সহ প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে বনগাঁ মহকুমা হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন। হাসপাতালে গেটের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর কাছে বেতন বৃদ্ধির আবেদন জানিয়েছে তারা।
বনগাঁর হাসপাতাল সুপার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন” ওদের সমস্যা শুনেছি। বেতনের বিষয়ে সোমবার পর্যন্ত সময় চেয়ে কর্মবিরতি করতে বারণ করেছিলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

