পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: জলের চাপে ভাঙ্গলো কাঁসাই নদীর উপরে থাকা বাঁশের অস্থায়ী সেতু। অল্পের জন্য বাঁচলেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ২নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের খানামোহন নদীঘাট এলাকায় কংসাবতী নদীর উপর থাকা বাঁশের সেতুটি হঠাৎই ভেঙ্গে যায়।
জানা গিয়েছে, গতকাল ডেবরা ব্লকের খানামোহন নদী ঘাটে ডেবরা ও কেশপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মাধ্যম ছিল কাঁসাই নদীর উপর থাকা এই অস্থায়ী সেতুটি। প্রতিদিনের মতো গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিত্য যাত্রীরা যাতায়াত করছিলেন। হঠাৎই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে যায় বাঁশের সেতুটি। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ডেবরা ব্লক প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে।