আমাদের ভারত, জয়নগর, ১২ সেপ্টেম্বর: ষষ্ঠ শ্রেণির পড়ুয়া এক কিশোরকে অপহরণ করে স্থানীয় এক যুবক। অপহরণের পর তুষার চক্রবর্তী(১২) নামে ওই কিশোরের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চেয়ে ফোন করে অভিযুক্ত মনিরুল শেখ। সেই ফোনের সূত্র ধরেই অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে শনিবার সন্ধ্যায় উদ্ধার হয় নিখোঁজ কিশোরের দেহ। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের উত্তরপাড়ার বাসিন্দা ওই কিশোর। শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল সে। শনিবার তার বাবার মোবাইলে মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের সূত্র ধরে প্রতিবেশী কলেজ পড়ুয়া মনিরুল শেখের খোঁজ পায় পুলিশ। তাকে থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতেই জানা যায় তুষারকে খুন করে ফেলে রেখেছে সে। সেই খবর পেয়ে জয়নগর থানার পুলিশ সেখানে গিয়ে দেহ উদ্ধার করে। এই খবর এলাকায় চাউর হতেই মানুষজন উত্তেজিত হয়ে পড়ে। অভিযুক্তের বাড়িতে আগুনও লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।