আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ আগস্ট: গঙ্গায় নেমে ডুবতে থাকা মাকে বাঁচাতে গিয়ে জোয়ারের জলে ভেসে গেল কিশোর ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার অন্তর্গত মেঘনা মিল সংলগ্ন গঙ্গার ঘাটে। নিখোঁজ কিশোরের নাম নীরজ পাশোয়ান (১৪)। সে অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নীরজের মাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। জগদ্দল থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, গণেশ চতুর্থী উপলক্ষে পুজোর সামগ্রী নিয়ে গঙ্গায় এসেছিল ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মেঘনামোড় এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র নীরজ পাশোয়ান ও তার মা। নীরজের মা প্রথমে গঙ্গায় নেমে ছিলেন বলে জানা গেছে। হঠাৎ তাঁর পা হড়কে গেলে গঙ্গায় পড়ে গিয়ে চিৎকার করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে নীরজ তার মাকে গঙ্গায় নেমে তুলতে গেলে সে গঙ্গার প্রবল জোয়ারের স্রোতের ভেসে চলে যায়। শনিবার সকালে সেই সময় ঘাটে স্নান করতে আসা স্থানীয় বাসিন্দারা জল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে নীরজের মাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি নিজে দ্রুত ডুবুরির ব্যবস্থা করেন। স্পিড বোট নিয়ে এসে নিখোঁজ ছাত্রের খোঁজ শুরু করে পুলিশ। তবে শনিবার বিকেল পর্যন্ত নীরজ পাশোয়ানের সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে নিখোঁজ ওই কিশোর ঠিকমত সাঁতার কাটতে জানত না। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক পবন সিং বলেন, “পুলিশ উদাসীন, আমি নিজে পুলিশকে ফোন করে বিষয়টা জানিয়েছিলাম। ওরা দ্রুততার সঙ্গে কাজ করছে না। উৎসবের দিনে এই ঘটনা খুবই দুঃখজনক। চেষ্টা চলছে নিখোঁজ ওই ছাত্রকে যাতে জল থেকে কোনও ভাবে উদ্ধার করা যায়।” গণেশ চতুর্থীর সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

