সাথী প্রামানিক, আমাদের ভারত, পুরুলিয়া, ১০ এপ্রিল: করোনা মোকাবিলায় রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়াল স্কুল ছাত্রী। এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় যে কোনও সংখ্যক টাকা গ্রহণ করা হবে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য দানা বাঁধে ঝালদা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অষ্টম শ্রেণির ছাত্রী খুশি সূত্রধরের মনে। স্কুলের টিফিনের থেকে জমানো ৫০০ টাকা রাজ্যের করোনা মোকাবিলায় ওয়েস্ট বেঙ্গল এমারজেন্সি রিলিফ ফান্ডে জমা করল ওই কিশোরী।
খুশি সূত্রধর জানায়, আমি একটু হলেও রাজ্যের পাশে দাঁড়াতে পেরে আপ্লুত। যেদিন টিভিতে সাহায্যের ঘোষণাটি মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন থেকেই ভাবছিলাম এই সময় কিছু করতে পারলে ভালো হতো। তাই আর দেরি না করে বাবা মা’র অনুমতি নিয়ে পাঠিয়ে দিলাম রাজ্যের করোনা মোকাবিলার তহবিলে। আমি চাই এরকম সকলে এগিয়ে আসুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন সাধ্যমতো।