সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ মার্চ: খেলতে না গিয়ে পড়াশোনা করতে বলায় অভিমানী কিশোর বাড়িতে আত্মহত্যা করে বসলো। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামে। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, খেলায় পটু কারকবেড়িয়া গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র ইন্দ্রজিৎ দিগর বিকেলে খেলতে যাওয়ার উদ্যোগ নেয়। সেই সময় তার অভিভাবকরা তাকে খেলার জন্য বকাঝকা করে, তাকে পড়াশোনা করার নির্দেশ দেয়। এরপর সে খেলতে বেড়িয়ে যায়। পরে বাড়ি ফিরে এসে গলায় গামছা জড়িয়ে ঝুলে পড়ে। সন্ধ্যার সময় বাড়ির লোকজনদের বিষয়টি নজরে আসতেই বাড়িতে কান্নার রোল ওঠে।তাকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।