বদলে যাচ্ছে গবেষণায় প্রশ্নপত্র তৈরির কৌশল, পথ দেখালেন গাইড

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১২ ডিসেম্বর: গবেষণায় প্রশ্নপত্র তৈরির কৌশল বদলে যাচ্ছে। আগের চেয়ে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে ‘অল লাইন‘ পদ্ধতি। সোমবার কলকাতায় বাবা সাহেব অম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির (বিএসএইইউ)-এর আলোচনাচক্রে এই মন্তব্য করেন অধ্যাপক ডঃ বিজন সরকার।

বিজনবাবু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের অধ্যাপক। প্লেনারি সেশনে তাঁর আলোচনার শিরোনাম ছিল ‘বেসিক কনসিডারেশন অফ টেস্ট আইটেম প্রিপারেশন’। পরে ওয়ার্কশপ পর্যায়ে ‘হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস অন ডিফারেন্ট টাইপস অফ টেস্ট আইটেম ডেভলপমেন্ট’। অংশগ্রহণকারীদের তিনি গবেষণায় প্রশ্নপত্র তৈরির নির্দিষ্ট নিয়ম-নীতির কথা বলেন।

বিজনবাবু বলেন, আগে সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে নিজে অকুস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ বা নমুনা সংগ্রহের ব্যাপারটা মুখ্য ছিল। তাতে সময় লাগত। এখন ‘অল লাইন‘ পদ্ধতিতে বাড়তি সুফল পাওয়া যাচ্ছে। অতিমারীতে আমরা অনেকে এ ব্যাপারে সরগর হয়ে গেছি। বিভিন্ন ধরণের সফটওয়্যারের সুবিধা পাওয়ায় প্রশ্নপত্র যাচাই বা খতিয়ে দেখার সুযোগও বেড়েছে। সমাজবিজ্ঞানের গবেষণায় কোথায়, কী ধরণের সফটওয়্যার ব্যবহার করা যায়, এ দিনের শিক্ষা শিবিরে হাতে কলমে তার কিছু নমুনা দেখান বিজনবাবু।

‘রিসার্চ মেথডলজি’ সিরিজে এই শিক্ষাশিবির হচ্ছে উপাচার্য ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়ের তত্বাবধানে। শিবির পরিচালনায় আছেন বিএসএইইউ-এর বিভাগীয় প্রধান ডঃ বিশ্বজিৎ বালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *