স্কুল খোলার দাবিতে বাঁকুড়ায় শিক্ষক সংগঠনের পথ অবরোধ ও স্মারকলিপি পেশ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুড়া, ২০ জুন: অবিলম্বে গরমের ছুটি বাতিল করে স্কুল খোলার দাবিতে রাস্তা অবরোধ করে স্মারকলিপি দিল বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ ব্যস্ত মাচানতলা মোড়ে অল্প সময়ের জন্য প্রতীকি অবরোধ করে সেখান থেকে মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি জমা দেন।

এই বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্লাকার্ড হাতে মাচানতলা মোড়ে সমবেত হয়ে তাদের দাবি সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তাদের অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পিত ভাবে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সরকারি বিদ্যালয়গুলি গরমের ছুটি সহ বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন বন্ধ রেখে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে। টাকা নিয়ে অযোগ্যদের নিয়োগ করে শিক্ষাব্যবস্থা নষ্ট করে দেওয়া হচ্ছে। এসব দুর্নীতি বন্ধ করে রাজ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। শিক্ষক নিয়োগে বর্তমান নেতা থেকে মন্ত্রী সকলেই জড়িত। এই সব দুর্নীতিতে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। তাদের দাবি, খেলা মেলা অনেক হয়েছে, এবার শিক্ষায় জোর দেওয়া হোক। শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম-২০০৮ এর সুবিধা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি তোলেন তারা। তাদের এই আন্দোলনের সমর্থনে মতপ্রকাশ করেন অভিভাবকরা। এদিন মাচানতলায় অবস্থিত বঙ্গবিদ্যালয়ে মার্কশিট নিতে হাজির হয়েছিলেন অনেক অভিভাবক।তাদের বক্তব্য, করোনার জন্য দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল। এতে পড়াশোনার চরম ক্ষতি হয়েছে। তাই বর্তমানে বিদ্যালয় খুলে দেওয়া দরকার।

এদিকে এই নিয়ে বিজেপি সমর্থক এক শিক্ষক সুখময় মাজি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, এবার আমরা ওনাকে একটি চিঠি লিখে জানাব, ছুটি শেষ হলেই বর্ষা এসে যাবে। বর্ষায় পড়ুয়াদের স্কুলে আসতে অসুবিধা হবে। ভিজে গেলে জ্বর সর্দি হওয়ার আশঙ্কা। তাই ছুটি বর্ধিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *