মোটরবাইক নিয়ে ধাওয়া করে শিক্ষিকার হার ছিনতাই রামপুরহাটে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২১ অক্টোবর: বাইকে করে যাওয়ার সময় চলন্ত গাড়ি থেকে এক শিক্ষিকার গলার সোনার চেন এবং কানের দুল ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। মোটরবাইক থেকে পরে গুরুতর জখম হন ওই শিক্ষিকা। তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে।

ঘটনাটি ঘটেছে, ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের কাছে রাইসমিলের সামনে। জখম শিক্ষিকার নাম মৌসুমি মণ্ডল। বাড়ি ময়ূরেশ্বর থানার ব্রাহ্মণবহড়া গ্রামে। তিনি মুরারই চক্রের কাস্তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর স্বামী ক্ষুদিরাম মণ্ডল মুরারই সংলগ্ন পাইকর চক্রের তালোয়া ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। বুধবার সকালে স্ত্রীকে মোটরবাইকের পিছনে বসিয়ে ময়ূরেশ্বরের বাড়িতে ফিরছিলেন। সে সময় দুষ্কৃতীরা অন্য একটি কালো পালসার গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে।

ক্ষুদিরামবাবু বলেন, “আমরা দুজনে কর্মসূত্রে মুরারইয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকি। এদিন বাড়ি ফিরছিলাম। আমাদের ধাওয়া করছে বুঝতে পারিনি। রাইসমিলের কাছে আচমকা স্ত্রীর গলা থেকে সোনার চেন ছিঁড়ে নেয়। স্ত্রী মোটরবাইক থেকে মাটিতে লুটিয়ে পড়লে এক দুষ্কৃতী নেমে স্ত্রীর কানের দুল ছিঁড়ে নিয়ে চম্পট দেয়। আমি কোনওরকমে স্ত্রীকে তুলে হাসপাতালে ভর্তি করি।”ওই শিক্ষিকার আঘাত গুরুতর। কান থেকে রক্তক্ষরণ হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে ঘটনার কথা জানা নেই বলে দায় এড়িয়েছে রামপুরহাট থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *