আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর: স্কুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন এক শিক্ষিকা। পড়া না পারায় তিনি এক মুসলিম ছাত্রকে নির্দেশ দিয়েছেন এক হিন্দু ছাত্রকে চড় মারার। এই ঘটনার কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।
যে হিন্দু ছাত্রকে চড় মারা হয়েছে বলে অভিযোগ, তার বাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই শিক্ষকার বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে সম্বল জেলার একটি গ্রামের এক বেসরকারি স্কুলে। আসমলি থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রের বাবা। তাঁর অভিযোগ, ক্লাসের মধ্যে ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছে তার ছেলে। পুলিশ সূত্রে খবর, দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরি করার অভিযোগে ও ইচ্ছাকৃত চড় মারার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও ৩২৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে শিক্ষিকার বিরুদ্ধে।
জানাগেছে, ওই শিক্ষিকা প্রতিদিনের মতো ক্লাস নিচ্ছিলেন। পঞ্চম শ্রেণিতে ক্লাস নেওয়ার সময় তার প্রশ্নের উত্তর দিতে পারেনি হিন্দু ছাত্র। তখনই তিনি মুসলিম ছাত্রকে বলেন, ওই হিন্দু ছাত্রকে চড় মারতে।ঘটনার পর থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়ে নিগৃহীত পড়ুয়া নিজেকে ঘর বন্দি করে রাখে। তারপর বাবা মাকে জিজ্ঞাসা করলে বিষয়টি খুলে বলে বছর ১১-র ছাত্র। বৃহস্পতিবার ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষিকাকে গ্রেপ্তার করে পুলিশ।
হিন্দু ছাত্রের বাবার অভিযোগ, তার ছেলের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে।