আমাদের ভারত, ১৬ জুলাই: বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে শনিবার ফের সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। প্রথমে টুইটারে, পরে ফেসবুকে মন্তব্য করেছেন। পৌনে আট ঘন্টায় সন্ধ্যা সওয়া সাতটা পর্যন্ত ১১৬টি রিটুইট হয়েছে বক্তব্যটি। আর ফেসবুকে আসার পর ৪৬ মিনিটে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ২৩৮, ৫৪ ও ২২টি।
তথাগতবাবুর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর সময় রেখায় নেটানাগরিকরা অনেকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ছবি ও ভিডিও পোস্ট করেছেন। প্রসঙ্গত, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ‘গুলি ছুঁড়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তথাগতবাবু লিখেছেন, “আমার আপন জনগণ, বাংলাদেশে বাঙালি মুসলমান কর্তৃক বাঙালি হিন্দুদের নির্যাতনের মুখে বাঙালি হিন্দুদের উদাসীনতা ও নির্মমতা বিস্ময়কর। নাসিরনা গড়, কুমিল্লা, বেগমগঞ্জ, নড়াইল, একের পর এক। পশ্চিমবঙ্গের কোনও দল বা ব্যক্তি কোনো প্রতিবাদ, কোনো আওয়াজ তোলেনি।”
প্রতিক্রিয়ায় জয়ন্তী দাম লিখেছেন, “সবার আগে মিঃ মোদীর প্রতিবাদ জানানো উচিত। উনি তো আরও বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ওদের উন্নয়নের জন্য। আর ওদের উন্নয়ন মানেই তো হিন্দু ধর্ম ধ্বংস করা। মোদী তো প্রকারান্তরে সেই কাজে সাহয্য করছেন। আমাদের মত সাধারণ মানুষের কতটা ক্ষমতা।” ঋতুরাজ সরকার লিখেছেন, “যতদিন জাতপাত ততদিন হিন্দু বিভাগ।” যোগী অভিজিৎ লিখেছেন, “একতার অভাব।”