Tathagata, Leeds, লিডসে নাগরিক দাঙ্গা নিয়ে মুসলিমদের একহাত নিলেন তথাগত

আমাদের ভারত, ২০ জুলাই: যুক্তরাজ্যের লিডসে নাগরিক দাঙ্গা নিয়ে মুসলিমদের একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “মুসলিমরা তাদের আধিপত্য জাহির করার জন্য যুক্তরাজ্যের লিডসে কোনও কারণ ছাড়াই নাগরিক দাঙ্গা শুরু করেছে। হতাহতের কোনও খবর নেই। তবে ‘শান্তিপ্রিয়রা’ বলছে এলাকা খালি করে দিতে। যারা থাকবে, বাঁচতে গেলে দাবিদারদের মেনে চলতে। ঘণ্টার পর ঘণ্টা কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি। বিদায় যুক্তরাজ্য।”

একটি ভিডিও যুক্ত করে অপর এক্স বার্তায় তিনি লিখেছেন, “যুক্তরাজ্যের লিডসের একটি রাস্তার দৃশ্য। ‘শান্তিপ্রিয়’ সম্প্রদায়ের সদস্যরা বাসে আগুন দিচ্ছে, উস্কানি অজানা। ১৯০৫ সালের লর্ড কার্জনের ‘বঙ্গভঙ্গ’ থেকে শুরু করে এরকম সম্প্রদায়ের প্রতি আমাদের পুরনো প্রভুদের স্নেহের কথা মনে পড়ছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *