অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২১ এপ্রিল: “ততদিন বাঙালি হিন্দুরা, ধর্মনিরপেক্ষতায় লুটোপুটি খেতে থাকুন।” এই ভাষাতেই ফের সতর্কতা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
টুইটারে শুভাশিস টুকুন নামে এক ব্যক্তি লিখেছেন, “২০৩১ এ পশ্চিমবঙ্গ পুরোপুরি মুসলিম অধ্যুষিত রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে। ১০০ শতাংশ নিশ্চিত থাকুন…”।
তথাগতবাবু প্রতিক্রিয়ায় লিখেছেন, “অতটা যদি নাও হয়, মুসলমানদের প্রাধান্য এমন হবে যে তারাই রাজ্য নিয়ন্ত্রণ করবে। তখন তাদেরই মুখ্যমন্ত্রী হবে, যিনি ওদের তুললেন তিনি থাকবেন না। হিন্দুদের ঠিক এই অবস্থা হয়েছিল অবিভক্ত বাংলায়, ১৯৩৭-১৯৪১, ১৯৪২-১৯৪৭-এ। ততদিন বাঙালি হিন্দুরা, ধর্মনিরপেক্ষতায় লুটোপুটি খেতে থাকুন।”
মমতা ব্যানার্জির ছবি দেওয়া তৃণমূলপন্থী ‘দেশের কথা’ নাম দিয়ে এর জবাবে একজন লিখেছেন, “শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময়ে কি করছিলেন?” তথাগতবাবুর জবাব, “টুইটারে এত শেখানো যাবে না।“
শুভাশিস টুকুন লিখেছেন, “এটাই সবচেয়ে দুঃখজনক। হিন্দু সম্প্রদায় বিশেষ করে বাঙালি হিন্দুরা তাদের এই রক্তক্ষয়ী, মর্মান্তিক ইতিহাস হয় কেউ জানে না, নতুবা জেনেও তা থেকে শিক্ষা নিচ্ছে না বরং চেপে যায়। এই ক্ষেত্রে বামপন্থার বিষাক্ত ছোবল পুরোপুরি তাদের বিষতত্ত্ব বাঙালি হিন্দুর রক্তে মিশিয়ে দিয়ে সফল।”

