Tathagata, ‘ধর্মোন্মাদ টুপি- দাড়ি- লুঙ্গিদের’ তোপ তথাগতর

আমাদের ভারত, ২৮ আগস্ট: ‘ধর্মোন্মাদ টুপি- দাড়ি- লুঙ্গিদের’ ব্যাপারে এক্স বার্তায় সতর্কতা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার তিনি লিখেছেন, “শুধু একপাল ধর্মোন্মাদ টুপি- দাড়ি- লুঙ্গির ভরসায় এত ঔদ্ধত্য! ত্রিশ শতাংশ আমার আঁচলে বাঁধা, তুই করবি আমার কী (যেরকম বলেছিল বুদ্ধ, আমরা ২৩৫ ওরা ৩৫)? এখন নিজে চুপচাপ, লুঙ্গিরা এক্স-এ নেমেছে, হায়দারী হাঁক ছাড়ছে!

হে সত্তর শতাংশ! তোমার মেয়েও বড় হচ্ছে, রাজ্যের কোণায় কোণায় সেমিনার রুম তার জন্য অপেক্ষা করছে।”

প্রতিক্রিয়ায় জনৈক নবনীতা সরকার এক্স বার্তায় লিখেছেন, “আমাদের এই সত্তর শতাংশ মানুষকে এটাও বুঝতে হবে যে এরা মাত্র তিরিশ শতাংশ হয়েও শুধুমাত্র ইসলাম ধর্মের কথা অক্ষরে অক্ষরে পালন করে ও পুরো বিশ্বকে ইসলামিক বিশ্বে পরিণত করতে চায়। অথচ হিন্দুরা ৭০% হয়েও নিজের ধর্মকে রক্ষা করতে পারিনা, দেশকে রক্ষা করতে পারিনা।

কিশোর চট্টোপাধ্যায় এক্স বার্তায় লিখেছেন, “এই সত্তর শতাংশ! যার মধ্যে চল্লিশ শতাংশ আজও ভাবছে আমার বাড়ির মা বোনেরা সুরক্ষিত আছে, আমি কেন প্রতিবাদ করবো, যা করবে বিজেপি করবে। যেমন এখন দেখবেন সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। বাঙালি কবে, আর কী কী দেখলে প্রতিবাদী হয়ে উঠবে? কালকের প্রতিবাদ একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছে।”

তথ্য প্রযুক্তির পেশাদার সুমিতা এক্স বার্তায় লিখেছেন, “বাংলাদেশ দেখেও যদি না শেখ, তবে আসাম দেখে নাও! যেই ৪০% হয়েছে সঙ্গে সঙ্গে দাবির পর দাবি!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *