কুমারেশ রায়, মেদিনীপুর, ২ জানুয়ারি: ছাত্রদের দায়িত্ব নিয়ে গড়ে তোলাই শিক্ষকদের কাজ। ছাত্ররা মাটির তাল তাদের আদর্শ ছাত্র হিসেবে গড়াই শিক্ষকদের একমাত্র কাজ। এদিন ঘাটাল ব্লকের নোতুক বিদ্যমন্দিরের ১২৫ তম বর্ষ পূর্তিতে যোগ দিতে এসে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একথা বলেন। তিনি বলেন, মাটি, খড়, রং দিয়ে একটা মাটির তালকে প্রতিমার রূপ দেন মৃৎশিল্পীরা। সেরকমই শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। ছাত্র ছাত্রীরা হল মাটির তাল তাদের যত্ন করে মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষক শিক্ষিকাদের কাজ। শিক্ষকদের নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তবেই ভাল ছাত্র তৈরী করতে পারবেন। উদাহরণ টেনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করেন বলেই অামাদের উপর শাসন করেন। তেমনই শিক্ষকদেরও ঠিক সময়ে ক্লাসে গিয়ে দায়িত্ব পালন করতে হবে তবেই ছাত্ররাও নির্ভরশীল হয়ে পড়বে শিক্ষকদের উপর এবং শিক্ষককে সমস্ত ছাত্রকে গড়ে তুলতে হবে অাদর্শ ছাত্র হিসেবে।
প্রাথমিক স্তরে বাংলা, পরিবেশের সঙ্গে ইংরেজি দরকার। না হলে পরীক্ষার ইন্টারভিউয়ের সময় সমস্যায় পড়তে হয় ছাত্রদের। মাতৃভাষার সাথে ইংরেজিও পড়তে হবে না হলে সমস্যায় পড়তে হবে সেইজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নিয়ে পুনরায় প্রাথমিক স্তর থেকে ইংরেজি করেছেন। তাই পরে উচ্চ শিক্ষার সময় তারা পছন্দ মতো বিষয় পড়তে পারেন। এটাই সব দেশে হয়। এই অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক অশোকেন্দু সেনগুপ্ত, মহকুমাশাসক অসীম পাল, এসডিপিও কল্যাণ সরকার, বিডিও, ওসি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, প্রধান শিক্ষক অাজিজুর রহমান।