সাথী দাস, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর: হিমঘর থেকে বেশি দামে সরবরাহ হচ্ছে আলু, বড়হাটে গিয়ে দেখল টাস্ক ফোর্স। মূলত আলু পিঁয়াজ সহ সবজির কালো বাজারি রুখতে পুরুলিয়ার বড়হাটে আজ হানা দেয় টাস্ক ফোর্স। পুরুলিয়া জেলার সব চেয়ে বড় পাইকারি ও খুচরো বাজার ওই বড়হাটে আলু পিঁয়াজ, আদা, রসুন, সবজির দাম চড়া রয়েছে। করোনা আবহে কিছু কারবারি সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। এই নিয়ে ফাটকা কারবার করছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে এই অভিযান বলে জানান এগ্রিকালচার মার্কেটিং অফিসার দেবনাথ মন্ডল। তিনি ছাড়াও ওই বিশেষ অভিযানে ছিলেন সাদা পোশাকে পুলিশ আধিকারিকরা।

ওই টাস্কফোর্সের মতে পুরুলিয়ায় বেশি দামে সরবরাহ হচ্ছে আলু। কাজেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে পাইকারি ও খুচরো বিক্রেতাদের। এদিন পুরুলিয়ায় আলুর খুচরো দর ছিল প্রতি কেজিতে ৩০ টাকা। এছাড়া একই দাম ছিল পিঁয়াজের। তা ছাড়া কেজি প্রতি পুরনো আদা ১৪০ টাকা, নতুন ৮০ টাকা, রসুন ১৫০ টাকা ছিল। অন্যান্য সবজির দাম ছিল নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারে যাতে কালোবাজারি না হয় সেই ব্যাপারটি নিয়ে আড়তদার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের সদস্যরা। পাশাপাশি বিক্রেতাদের সতর্ক করা হয়।

