আশিস মণ্ডল, রামপুরহাট, ২২ আগস্ট: ফের সোমবার থেকে পুন্যার্থীদের জন্য খুলে যাচ্ছে তারাপীঠ মন্দিরের দরজা। আজ (শনিবার) দুপুরে জরুরি বৈঠক ডেকে এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করল মন্দির কমিটি।
প্রসঙ্গত, করোনা আবহে আতঙ্কিত হয়ে চলতি বছরের ১৮ মার্চ পুন্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় তারাপীঠ মন্দির। তবে মা তারার নিত্য পুজো যথারীতি চলেছে। তিন মাস বন্ধ থাকার পর ২৩ জুন রথযাত্রার দিন থেকে মন্দিরের দরজা পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সিদ্ধান্ত হয় মন্দিরের সেবাইত ছাড়া কেউ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। সেই মতো মন্দিরের গর্ভগৃহে প্রবেশের মুখে বাঁশ বেঁধে দেওয়া হয়। এরই মধ্যে ১৩ জুলাই রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সভাকক্ষে উচ্চ পর্যায়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় কৌশিকী অমাবস্যায় পুন্যার্থীদের আটকাতে ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। কোনও ভিআইপিকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনও হোটেল ভাড়া দেওয়া যাবে না। তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করতে পারেনি প্রশাসন। সকাল থেকে বহু পুর্ন্যার্থী মন্দিরের নীচে দাঁড়িয়ে পুজো দিয়েছেন। সন্ধ্যায় সমস্ত নিয়ম ভেঙে মন্দির চত্বরে যজ্ঞে অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং। এমনকি গর্ভগৃহে ঢুকে পুজো দেন তিনি। এদিন বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় সেবাইত ছাড়া কেউ মন্দিরে প্রবেশ করতে পারবে না।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, “সব দিক বিবেচনা করে মন্দিরের দরজা খুলে দেওয়া হল। কারণ মা তারাকে সামনে রেখে বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়। মন্দির বন্ধ থাকায় বহু মানুষ বেকার হয়ে পড়েছিলেন। তাই মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল। তবে আগের মতোই পুন্যার্থীরা গর্ভগৃহে ঢুকতে পারবে না। এমনকি কোনও ভিআইপিকেও প্রবেশ করতে দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে”।

