নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: কলকাতা ও হাওড়া পুরসভায় সমীক্ষা করে প্রার্থী বাছাই করবে বিজেপি। প্রতিটি ওয়ার্ড থেকে একাধিক নাম পাঠাতে বলা হয়েছে। সেই তালিকা ধরে সমীক্ষা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে রাজ্য বিজেপি।
প্রসঙ্গত, বিগত লোকসভা ভোটে প্রার্থী বাছাই করতে সমীক্ষা করেছিল দিল্লি। তাতে ভালো ফল হয়েছিল দলের। এবার কলকাতা ও হাওড়াতে একই কায়দা নিচ্ছে বিজেপি। বৃহস্পতিবার মহেশ্বরীসদনে কলকাতা ও হাওড়া পুরসভা নিয়ে নির্বাচনী বৈঠক করেছে রাজ্য বিজেপি। যে বৈঠকে কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ সহ দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিংহরা উপস্থিত ছিলেন। প্রার্থী বাছাইয়ের প্রশ্নে মন্ডল সভাপতি ও জেলা সভাপতিদের বলা হয়েছে পরিস্কার স্বচ্ছভাবমূর্তি দেখে দু’তিন জনের নাম প্রতি ওয়ার্ড থেকে পাঠাতে। তারপর দল সেই তালিকা নিয়ে সমীক্ষা করবে। সমীক্ষার রিপোর্ট অনুয়ায়ী পুরভোটে প্রার্থী করা হবে।
অন্যদিকে কলকাতার পুরভোটের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। চৌদ্দজনের একটি কমিটি গঠন করা হয়েছে। দলের সাধারন সম্পাদক প্রতাপ ব্যানার্জি ও সংগঠন সহসম্পাদক অমিতাভ চক্রবর্তী, সব্যসাচী দত্ত সহ অন্যদের নিয়ে এই কমিটি করা হয়েছে। দলীয় সূত্রের খবর পুরভোটে তৃণমূলের সঙ্গে লড়াই করার জন্য এবার প্রার্থীদের গত বাড়ের থেকে বেশি ফান্ড দেবে রাজ্য বিজেপি।