আমাদের ভারত, ১১ জুলাই:
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী বিজয় মালিয়াকে সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার দায়ে মামলায় চার মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। একইসঙ্গে ২ হাজার টাকা জরিমানা নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।
২০১৭ সালে তাঁর বিরুদ্ধে হওয়া এক মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতির ইউ ইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি পি এস নরসিমার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। সোমবার ওই বেঞ্চই মালিয়ার বিরুদ্ধে ওঠা আদালত অবমাননার অভিযোগের মামলার রায় দেওয়া হয়। ঋণখেলাপি মামলায় মালিয়াকে ৬ হাজার ২০০ কোটি টাকারও বেশি ব্যাংক ঋণ শোধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই টাকা এখনো ফেরত দেয়নি বিজয় মালিয়া। তবে তিনি তার সন্তানদের ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠিয়ে ছিলেন। এছাড়াও তিনি আদালতে ভুল তথ্য পেশ করেছিলেন।
রায়ে ঘোষণার সময় বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের অবমাননা করেও কোনো অনুশোচনা নেই বিজয় মালিয়ার। তাই ন্যয় বিচার বজায় রাখতে অবশ্যই পর্যাপ্ত শাস্তি দিতে হবে। শুধু তাই নয় যদি সময়মতো জরিমানার টাকা পরিশোধ না করে মালিয়া তাহলে আরো দুমাস বেশি কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বিজয় মালিয়া ৯ হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত। বর্তমানে তিনি ভারত থেকে পালিয়ে ব্রিটেনে রয়েছেন। এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল বিদেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের বিষয়ে আদালতে ভুল তথ্য দাখিল করেছেন মালিয়া। এছাড়া বারবার তিনি আদালতে হাজিরার নির্দেশ এড়িয়ে চলে গেছেন।

