স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ জানুয়ারি: প্রবল কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলায়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন থেকেই প্রবল ঠান্ডা আর শৈত্যপ্রবাহের দাপটে জুবুথুবু হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা। কনকনে হাড় কাঁপানো ঠান্ডার সাথে ঘন কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র উত্তর দিনাজপুর জেলাজুড়ে।
শহর থেকে গ্রাম সর্বত্রই ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা হারিয়েছে। জেলার উপর দিয়ে যাওয়া ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার চাদরে মুড়ে থাকার পাশাপাশি বাড়ছে শীতের প্রকোপ। গত দুদিন থেকেই আকাশে দেখা মেলেনি সূর্যের। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেন না সাধারন মানুষ।