Sukanta, BJP, “পুলিশের বশ্যতা, কাপুরুষতা এবং চাটুকার চরিত্র,” ভিডিয়ো-সহ কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ৫ নভেম্বর: “এই রাজ্যের মানুষের কাছে এই চিত্র কেবল দুর্ভাগ্য নয়, এটি চরম লজ্জার প্রতিচ্ছবি”। বুধবার এক্সবার্তায় এই মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার একটি ভিডিয়ো পেশ করেছেন।

সুকান্তবাবু লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে পুলিশের বশ্যতা, কাপুরুষতা এবং চাটুকার চরিত্র প্রতিদিন প্রকাশ্যে উন্মোচিত হচ্ছে; এই চিত্রটি তারই আরেকটি জীবন্ত প্রমাণ। গতকাল তৃণমূল কংগ্রেসের সমাবেশে কলকাতা পুলিশের দেখানো দাসসুলভ আচরণ স্পষ্টভাবে প্রমাণ করে যে এই বাহিনীর নৈতিক মেরুদণ্ড অনেক আগেই ধূলিসাৎ হয়ে গেছে।

এত অবনমিত, পক্ষপাতদুষ্ট বাহিনীর কাছ থেকে নিরপেক্ষতা আশা করা অকল্পনীয় ভ্রান্তিতে থাকার মতো। রাজনৈতিক স্বার্থে, ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্থ্যোপাধ্যায় প্রকাশ্যে পুলিশ প্রশাসনকে তৃণমূলের চাকর, পথচারী এবং রাজনৈতিক যন্ত্রপাতিতে পরিণত করেছেন। জননিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে, এখন তাদের একমাত্র লক্ষ্য শাসক দলের পা চাটা এবং তোষামোদ করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *