বিশ্বজিৎ রায়, আমাদের ভারত, হাওড়া, ১ মে: রাজস্থানের কোটায় আটকে পড়া ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনা হল। আজ রাতে সাতটি বাসে তাদের ফিরিয়ে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর বিভিন্ন জেলায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
রাজস্থানের কোটায় যে সব ছাত্র ছাত্রীরা পড়াশুনার জন্য গিয়ে ছিলেন তারা প্রত্যেকেই লক ডাউনে আটকে পড়েছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া তাদের ফিরিয়ে আনার। বুধবার নবান্নের সাংবাদিক সম্মেলনে এমনই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
তাঁরই ঘোষণানুযায়ী কোটায় আটকে পড়া ছাত্র ছাত্রীদের আজ শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ৯২ জন ছাত্রছাত্রী এবং অভিভাবকে ফিরিয়ে আনা হয় হাওড়া সাঁতরাগাছি বাসটার্মিনাসে এবং সেখানেই তাঁদের শারীরিক চিকিৎসার পর গাড়ি করে গন্তব্যস্থলে পৌছে দেওয়া হচ্ছে।