আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর:
পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এবং কলেজের পরিকাঠামো সহ একাধিক দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর গর্ভমেন্ট আইটিআই কলেজের সামনে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ শুরু করেছিল মঙ্গলবার। কিন্তু মঙ্গলবার পেরিয়ে বুধবারেও একই দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
যদিও ছাত্র-ছাত্রীদের দাবি পূরণের অঙ্গীকার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে কলেজের অধ্যক্ষ। তাঁর বক্তব্য, বুধবার ছাত্রছাত্রীরা যে আন্দোলনে সামিল হয়েছে এটা তাদের অধিকার। আর তাদের অধিকার যাতে পূরণ হয় সেই আশা রাখবো। পাশাপাশি এই দাবি দাবা নিয়ে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তিনি বিষয়টি জানাবেন।