সাথী দাস, পুরুলিয়া, ২৭ জুন: কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা রয়েছে ঝালদা পৌরসভার স্ট্রং রুম। ভোট গণনা হবে ২৯ শে জুন। প্রহরা আঁটোসাঁটো করেছে প্রশাসন।
ঝালদা পৌরসভার ইভিএম রাখার স্ট্রং রুম এবার হয়েছে ঝালদা হাইস্কুলে। ৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি রয়েছে এই স্ট্রং রুমে। খুলবে যেদিন সেদিন হাসবে ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একজন প্রতিনিধি। স্ট্রং রুমের নিরাপত্তায় রয়েছেন ৪ জন ইন্সপেক্টর ও ১৬ জন বন্ধুকধারী পুলিশ। এছাড়া নজরদারিতে রয়েছে সিসিটিভি ক্যামেরা।
এদিকে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বীরা এখন থেকে শুরু করে দিয়েছে ভোটার তালিকায় দাগ লাগানোর কাজ। কার ভোট নিজের দিকে কার ভোট গেছে বিরোধী থলিতে। এই নিয়ে চলছে চুলচেরা হিসাব। জয় নিশ্চিত ভেবে এখন থেকেই কেউ কেউ রয়েছেন খুশির আমেজে। আবার কোথাও সমানে সমানে লড়াই হওয়াতে প্রার্থীরা বারবার হিসেব কষছেন ভোটার তালিকা দেখে। কী হবে ফল? এই নিয়ে কর্মী-সমর্থকদের জটলা করে চলছে আলোচনা।