সাথী দাস, পুরুলিয়া, ২০ ফেব্রুয়ারি: ডিএ’র দাবিতে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মচারীরা। ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মচারীরা এদিন ডিএ’র দাবিতে ব্যানার পোস্টার হাতে নিয়ে পূর্ণ দিবস কর্ম বিরতির ডাক দিয়ে কোর্ট কর্মচারীরা অবস্থান বিক্ষোভে সামিল হন। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেন তাঁরা। মঙ্গলবারও কর্মবিরতি চালিয়ে যাবেন বলে তাঁরা জানিয়ে দেন।

একই সঙ্গে রঘুনাথপুর মহকুমা আদালতেও কর্মবিরতিতে সামিল হয়েছেন কোর্ট কর্মচারীরা। এর আগেও বিগত ১৪ তারিখ একই দাবিকে সামনে রেখে কর্মবিরতির ডাক দিয়েছিলেন সরকারি কর্মচারীরা। পুরুলিয়া জেলার কংসাবতী উত্তর ও কংসাবতী দক্ষিণ বন বিভাগের জেলা সদর দফতরে পেন ডাউন স্বীকার না করলেও কর্মীদের গা ছাড়া ভাব দেখা গিয়েছে। কাজের নয়, গল্পো গুজব আর আড্ডা স্থল হয়ে উঠেছিল অফিস।

