সাথী দাস, পুরুলিয়া, ৩ নভেম্বর: খড়ের গাড়িতে লাগলো আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও খালাসি। রাঁচি-পুরুলিয়া রাস্তার উপর তুলিন গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। গাড়ির চালক বাবুলাল কিস্কু জানান, এদিন তুলিন ফাঁড়ির অন্তর্গত চৌপদ গ্রাম থেকে খড় নিয়ে ঝাড়খন্ডের রামগড় নিয়ে যাচ্ছিলাম। স্থানীয় মানুষরা গাড়ির পিছন দিকে আগুন লাগার কথা জানান। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। যতটুকু মনে হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আগুন লেগে থাকতে পারে।”
ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আসে দমকল বাহিনী। যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়ির খুব একটা ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। চালক ও খালাসি সুস্থ রয়েছেন।