রাজ্যের শিক্ষানীতি সর্বাংশে ছাত্র স্বার্থ বিরোধী, দাবি আবুটা’র

আমাদের ভারত, ৩১মে: জাতীয় নয়া শিক্ষানীতি অনুযায়ী রাজ্য সরকারের সদ্যঘোষিত শিক্ষানীতি সর্বাংশে ছাত্র স্বার্থ বিরোধী বলে জানাল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)।

আবুটা’র সাধারণ সম্পাদক অধ্যাপক গৌতম মাইতি এক বিবৃতিতে জানান, “জাতীয় শিক্ষানীতি-২০২০ অনুসারী চার বছরের অনার্স পাঠ্যক্রম আসন্ন শিক্ষাবর্ষ থেকে চালু করার সিদ্ধান্ত বুধবার রাজ্য ঘোষণা করেছে। সরকার দাবি করেছে, তারা নাকি ছাত্র-স্বার্থে এই কোর্স চালু করছে। আমরা মনে করি এই কোর্স সর্বাংশে ছাত্র- স্বার্থ বিরোধী।

যেভাবে অনার্স কোর্সের মূল বিষয়বস্তুর সিলেবাস ও ক্রেডিট পয়েন্ট পঞ্চাশ শতাংশ হ্রাস করা হয়েছে এবং অনার্সের সঙ্গে সম্পর্কহীন এমন বহু বিষয়ের পাঠ যেভাবে যুক্ত করা হয়েছে তাতে কোর্সের মান লঘু হয়েছে। জ্ঞানের গভীরতা না গড়ে ওঠার কারণে কার্যক্ষেত্রে তাঁরা তাদের যোগ্যতা প্রমাণ করতে ব্যার্থ হবেন।

সরকার কর্মসংস্থানমুখী কোর্স অবাধে পছন্দ করার ও মাল্টিপল এন্ট্রি ও এক্সিটের যে সুযোগ ছাত্রদের দিচ্ছে, তাদের কর্মসংস্থানে সেই সুযোগ দেবে তো? তা নিশ্চয়ই দেবে না। চার বছরের অনার্স পাঠ্যক্রমটি ঠিক সরকারি উদ্যোগে চালু থাকা স্বনির্ভর, স্বনিযুক্তি প্রকল্পের মতো। শিক্ষান্তে চাকরি, ব্যবসা বা রোজগারের ব্যবস্থা ছাত্রদেরই করে নিতে হবে।

সরকারের সৎ উদ্দেশ্য থাকলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাকে বৃত্তিমূলক প্রশিক্ষণের স্তরে নামিয়ে আনত না। লক্ষ লক্ষ পদ বিলুপ্ত করে দিত না। শূন্য পদে নিয়োগ বন্ধ করে দিত না।

জাতীয় শিক্ষানীতি-২০২০ একটি নিখুঁত বাণিজ্যিক মডেল। কেন্দ্রীয় ও রাজ্য, উভয় সরকারের উদ্যোগে শিক্ষার কর্পোরেটাইজেশনের নীল নকশা, যা সময়-পরীক্ষিত রাষ্ট্রীয় অর্থে চলা প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বিদ্যমান পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকে ধ্বংস করে দেবে।

ড্রপ-আউট বাড়বে। সমাজের পিছিয়ে পড়া অংশের ছাত্রদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ রুদ্ধ হবে। ছাত্রদের ফি নির্ধারিত হবে ‘ক্রেডিট আওয়ার্স’-এর ভিত্তিতে। চার বছরের ডিগ্রি কোর্সে লাগামছাড়া ফি বৃদ্ধি হবে, শিক্ষার ব্যয়ভার বিপুলভাবে বাড়বে।

রাজ্য সরকার তিন বছর অপেক্ষা করার পর যেভাবে তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত জানালো তাতে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন-পাঠন বিপর্যস্ত হয়ে যাবে। সিলেবাস তৈরি, নিয়ম-কানুন বদল, পরিকাঠামোর ব্যবস্থা করতে গিয়ে সমস্যায় পড়বে।

আবুটা এই ছাত্র-শিক্ষক স্বার্থ বিরোধী এবং জনস্বার্থবিরোধী কোর্স চালু করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, জানাচ্ছে। অন্যথায় আবুটা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *