পুরুলিয়ায় ‘মিট প্ল্যান্ট’ গড়বে রাজ্য

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৩ ডিসেম্বর: হরিণঘাটার পর এবার পুরুলিয়ায় মিট প্ল্যান্ট গড়বে রাজ্য সরকার। আজ প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন রাজ্য স্তরের অনুষ্ঠানের উদ্বোধন এসে সেই কথাই ঘোষণা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই প্রকল্প দ্রুততার সঙ্গে করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন রবীন্দ্র ভবনের উদ্বোধনী মঞ্চ থেকেই। ব্ল্যাক বেঙ্গল ও  বনরাজা এই দুই জাতের ছাগল ও মুরগি পালন করে  লাভের মুখ দেখছে জেলায় জেলায় বহু পরিবার। রাজ্য সরকারের  তরফে নিখরচায় মুরগির ছানা ও ছাগলের বাচ্চা দেওয়া হচ্ছে। এর ফলে প্রসার  ঘটছে গ্রামীণ অর্থনীতির। বাড়ছে কর্মসংস্থান।

ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে মুরগি ও ছাগল পালনের মাধ্যমে পুরুলিয়ার 
অযোধ্যা পাহাড় ও অন্যান্য স্থানে ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল চাষ ও প্রতিপালনের প্রাকৃতিক সুবিধা রয়েছে। পাহাড়, জঙ্গল একই স্থানে থাকায় সম্ভাবনা অনেক বেশি। সেই কথা উল্লেখ করে এই মিট প্ল্যান্ট গড়ার কথা বলেন মন্ত্রী। এদিন স্বনির্ভরতা ও আর্থিক উপার্জনের জন্য প্রাণী মিত্রদের পশু খাদ্য ডিলারশিপ নেওয়া ও দফতরের অন্যান্য সুযোগ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *