নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ জানুয়ারি:
জেএনইউ কান্ডে এ রাজ্যে যৌথ প্রতিবাদের রাস্তায় হাঁটলো এসএফআই ও ছাত্রপরিষদ। সোমবার কলকাতায় কংগ্রেসের ছাত্র সংগঠন ও সিপিএমের ছাত্র সংগঠন একসঙ্গে যৌথ প্রতিবাদ দেখালো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এদিন এবিভিপির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন দুই ছাত্র সংগঠনের কর্মীরা।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বাম, কংগ্রেস যৌথ আন্দোলন করছে। সম্প্রতি ৮ই জানুয়ারি বামেদের ডাকা বনধকে সমর্থন করেছে কংগ্রেস। এবার ছাত্র আন্দোলনেও কংগ্রেস ও সিপিএমের ছাত্র সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখালেন। দিল্লি কান্ডের পর বিজেপির বিরুদ্ধে এ রাজ্যে ছাত্রপরিষদ ও এসএফআই একসঙ্গে আন্দোলন শুরু করল। রাজনৈতিক মহলের একাংশের মতে এবার এই ছবি রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাবে। বাম, কংগ্রেসের বিভিন্ন গণসংগঠনকে এবার রাজ্যে একসঙ্গে কর্মসূচি পালন করতে দেখা যাবে। আর তাতে এ রাজ্যে লাভ বাম, কংগ্রেসের জোটের হবে বলে মত রাজনৈতিক মহলের।