রাজেন রায়, কলকাতা, ২ ফেব্রুয়ারি: রাজ্যে বিধানসভা ভোটের আগেই দক্ষিণেশ্বর মেট্রো চালু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে চালু করার জন্য ধাপে ধাপে এই অংশ প্রস্তুত করা হচ্ছে। সূত্রের খবর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে আসতে চলেছেন সেফটি কমিশনার। তিনি চূড়ান্ত ছাড়পত্র দিলে তারপর মেট্রো চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে জোর কদমে।
সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসছেন রেলের সেফটি কমিশনার। সেই পর্যবেক্ষণের পর ছাড়পত্র মিললেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো সার্ভিস। মেট্রো সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরিষেবা চালুর চেষ্টা করা হচ্ছে। পরিষেবা চালু হলে উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে সোজা গড়িয়া পর্যন্ত এক ট্রেনে যাওয়া যাবে। জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ভাড়া সম্ভবত হতে চলেছে ৩০ টাকা।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী আধিকারিকদের নিয়ে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রেলপথ পরিদর্শন করেছিলেন। মেট্রোর তৃতীয় লাইনের বিদ্যুৎ থেকে শুরু করে সিগন্যালিং, ট্রেনের সমসসূচি ইন্ডিকেশন বোর্ড, প্ল্যাটফর্ম, স্টেশনের প্রবেশ-প্রস্থানপথ সবই ঘুরে দেখেন তিনি। সেদিন বরাহনগর মেট্রো স্টেশনটি ঘুরে দেখে সন্তুষ্ট হন মেট্রো আধিকারিকরা। প্রসঙ্গত, দক্ষিণেশ্বর ও নোয়াপাড়ার মধ্যে ৫৫ ফুট উচ্চতার বরাহনগর স্টেশন কলকাতা মেট্রোর সব চেয়ে উঁচু স্টেশন হতে চলেছে।