আমফানে দুর্গতদের পাশে দাঁড়াতে রবিবার থেকেই জেলায় যাবেন বঙ্গ বিজেপির রাজ্য নেতরা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মে: আমফানে দুর্গতদের পাশে থাকতে এবার জেলায় জেলায় ছুটবেন রাজ্য বিজেপির নেতারা। শনিবার রাজ্য বিজেপির দফতরে এক জরুরি বৈঠকে বসেন রাজ্য বিজেপির নেতারা। সেই বৈঠকে ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে ত্রাণ নিয়ে জেলায় জেলায় যাবার কথা হয়। রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের পাশাপাশি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা দুর্গতদের পাশে থাকবে। এমনকি পরিচিত মুখের সাংসদ আর্জুন সিং,লকেট চ্যাটার্জিরা রবিবারের পর থেকে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনে যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিজেপির মন্ডল কমিটি ও জেলা কমিটিগুলি প্রথমে ত্রাণের জন্য রাজ্য কমিটিকে বলবে। তারপরেই দলের সভাপতি দিলীপ ঘোষ, সংগঠন সম্পাদক সুব্রত চ্যাটার্জির নেতৃত্বে ত্রাণ নিয়ে যাবেন রাজ্য বিজেপির নেতারা। এছাড়া জেলা ও রাজ্য বিজেপির রাজ্য কমিটির সদস্যরাও ত্রাণ নিয়ে ব্যাক্তিগত উদ্যোগে জেলায় যেতে পারবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, এদিনের বৈঠকে দিলীপ ঘোষের ত্রাণ কর্মসূচিতে পুলিশের বাধা নিয়ে কথা হয়। তারপরেই বৈঠকে থাকা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা বলেন, পুলিশ আমাদের আটকালে দলের ভালো। ত্রাণ নিয়ে দলবাজির কথা আমরা রাজ্যের মানুষকে বলতে পারবো। মিডিয়ার মাধ্যমে সারা রাজ্যের লোক ত্রাণে বাধা দেওয়ার কথা জানতে পারবে। এতে আখেরে রাজ্য বিজেপির লাভ হবে বলে বৈঠকে জানিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা।

রাজ্য বিজেপির এই বৈঠক নিয়ে সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি বলেন, আমরা ত্রাণ নিয়ে নিচু তলার কর্মী ও সাধারণ মানুষের কাছে পৌছাবো। পুলিশ দিয়ে রাজ্য সরকার আমাদের আটকাতে পারবে না। রাজ্য বিজেপির নেতারা মানুষের সঙ্গে কথা বলবেন। তাদের অভাব অভিযোগ শুনবেন। তারপর তা কেন্দ্রকে বিজেপির সাংসদরা জানাবেন বলে জানান রাজু ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *