পুরুলিয়া জেলাকে আদর্শ পর্যটনকেন্দ্র হিসাবে গড়তে উদ্যোগ রাজ্যের

সাথী দাস, পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি: পুরুলিয়াকে পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্যের পর্যটন দফতর। পুরুলিয়া পর্যটন উন্নয়ন পর্ষদ গঠন করে সেই লক্ষ্যে প্রথম ধাপের দিকে এগলো ওই দফতর।

আজ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিল টপে ‘কুশল পল্লী’ নামে একটি বেসরকারি রিসর্টে পর্যটন দফতরের নীতি সচিব নন্দিনী চক্রবর্তীর পৌরহিত্যে নবগঠিত পর্ষদের সদস্য এবং পুরুলিয়া হোটেল আসোসিয়েশনের পদাধিকারীদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। ছিলেন ওই পর্ষদের মূল নেতৃত্বে থাকা জেলাশাসক অভিজিৎ মুখার্জি। গঠনমূলক ভাবনা নিয়ে পর্যটন দফতর ভূমি, বন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দফতরের সঙ্গে সমন্বয় রেখে এগোতে চাইছে। বৈঠকের আলোচনা প্রসঙ্গে পর্যটন সচিব বলেন, “আজকের আলোচনা থেকে একটি রোড ম্যাপ তৈরি হবে। পুরুলিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি মিলিয়ে একটা প্যাকেজ করে পার্শ্ববর্তী বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সংযুক্ত করা হবে। যাতে পর্যটন শিল্প প্রসারিত হয়।”

জেলার পর্যটন কেন্দ্রগুলিতে বর্জ্য, প্লাস্টিক ও পরিবেশ দূষণকারী পদার্থ ছড়িয়ে থাকা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন পর্যটন সচিব। এই নিয়ে পিকনিক দল ও পর্যটকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন সচিব। এছাড়া পর্যটন কেন্দ্রগুলিতে শৌচালয় নির্মানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানান তিনি। 

পর্যটকদের আকর্ষণ বাড়াতে হোটেল রিসর্ট নতুন করে গড়ে তোলা এবং হোম–স্টে গড়ার জন্য আলোচনা হয় বৈঠকে।

অযোধ্যা পাহাড়ে আরও বেশি পর্যটক টানতে ফি বছর সরকারি উদ্যোগে একটি মেলার আয়োজন করা হবে বলে জানানো হয় পর্যটন দফতরের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *