রাজ্যে করোনা আক্রান্তে রেকর্ড! এক দিনে ১৫ বেড়ে আক্রান্ত ১১০, কেন্দ্র বলছে ১৫২

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৩ এপ্রিল:এখন পর্যন্ত রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হল পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জনে। সোমবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, একদিনে ১৫ জন রাজ্যে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা হল ১১০ জন। একই সঙ্গে সুস্থ ২৯ জন এবং ৭ জন মৃতের সংখ্যা হিসেব করলে মোট সংখ্যা দাঁড়ায় ১৪৬ জনে। যদিও কেন্দ্রের দাবি, পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জন।

এতদিন পর্যন্ত গড়ে প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ১০-১২ জনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবারে সংখ্যা বাড়ল আরও বেশি। এছাড়াও এই বুলেটিনে আরও জানানো হয়েছে, রাজ্যে ৩৯১৭৮ জন হোম আইসোলেশনে রয়েছেন। করোনা উপসর্গ সন্দেহে ২২৭০ জনকে হাসপাতালে ভর্তি করানো হলেও ১৮৪৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪২২ জন এখনও হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। এখনও পর্যন্ত ২৭৯৩ জনের লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। ৫৮২ টি কোয়ারেন্টাইন সেন্টারে ১১০৩৯ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *