স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমগুলির দাবি মেনে প্যাকেজের দর বৃদ্ধি রাজ্যের

রাজেন রায়, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: ২০২১ বিধানসভা ভোটের আগে প্রত্যেক রাজ্যবাসী যাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসেন, তার জন্য উদ্যোগী হয়েছিল রাজ্য প্রশাসন। রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে ইতিমধ্যেই দু’কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন। কিন্তু এই প্রকল্পে রাজ্যের বেঁধে দেওয়া দর নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছিল বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম গুলি। ফলে বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গিয়েও হেনস্থা হতে হচ্ছিল সাধারণ মানুষকে। রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম গুলির সঙ্গে এই সমস্যা সমাধানে একাধিকবার বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যসচিব স্বরূপ নারায়ণ নিগম। অবশেষে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির দাবি মেনে স্বাস্থ্য সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত প্রায় ৬০ শতাংশ প্যাকেজের দর ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি করল রাজ্য সরকার। জানা গিয়েছে, এখন থেকে স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের জন্য মোট ১৭৭৩ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার।

বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সংশ্লিষ্ট কমিটির সুপারিশ প্রকাশ করল সরকার। সংশোধিত সেই দর-তালিকা অনুযায়ী, সাধারণ চিকিৎসার সরকারি দর ২০% বাড়ানো হয়েছে। হৃদযন্ত্রের চিকিৎসা বাবদ দর বেড়েছে ২৫%। সাধারণ অস্ত্রোপচারের সরকারি দর ১৫-২০% বাড়ানো হয়েছে। খুব প্রচলিত ১০৫টি প্যাকেজের মধ্যে ৬০% এই পরিমার্জনের আওতায় এসেছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আইসিইউ পরিষেবার গ্রেড-এ এবং গ্রেড-বি-এর ক্ষেত্রে আগে দর ছিল যথাক্রমে ৩০০০ এবং ১৫০০ টাকা। তা বেড়ে হয়েছে যথাক্রমে ৩৩০০ এবং ১৮০০ টাকা। হৃদগের ‘সিটিভিএস’-এ এখন সরকারি দর রয়েছে ৮০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত। সেই দর ১ লক্ষ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এত দিন জেনারেল সার্জারির বিভিন্ন বিভাগে সরকারি দর ছিল ১৪ হাজার ৪০০ টাকা থেকে ৩০ হাজার টাকা। বেড়ে হল ১৫ হাজার ৫০০ টাকা থেকে ৩৫ হাজার টাকা।

বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের পূর্ব ভারতের সভাপতি রূপক বড়ুয়া এ দিন বলেন, ‘‘সরকারের এই সিদ্ধান্তে আমরা প্রাথমিক ভাবে খুশি। সমস্যা শুধু আইসিইউ-আইসিসিইউ-আইটিইউ চার্জ নিয়ে। সেটি ৩ হাজার থেকে ৩৩০০ টাকা করা হয়েছে। অথচ, এক একদিন সেখানে খরচ হয় ২০ হাজার টাকারও বেশি। এটা আমরা সরকারকে জানিয়েছি। এটা আবার বিবেচনা করে আমাদের জানানো হবে বলে জানানো হয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *