উন্নয়নের নিরিখে শ্মশানে পরিণত হয়েছে রাজ্য, অভিযোগ জলপাইগুড়ি কংগ্রেসের

আমাদের ভারত,জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর: রাজ্যের উন্নয়ন থমকে রয়েছে। উন্নয়নের নিরিখে শ্মশানে পরিণত হয়েছে রাজ্য, বলে অভিযোগ জলপাইগুড়ি কংগ্রেসের। এই অবস্থায় ডিজে বাজিয়ে শহরকে অবরুদ্ধ করে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে র‍্যালি করা শোভা পায় না রাজ্য সরকার তথা শাসক দলের– কটাক্ষ করল জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস কমিটি।

উল্লেখ্য দুর্গাপূজাকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় আজ কলকাতার পাশাপাশি জলপাইগুড়ি শহরেও শোভাযাত্রা বের করা হয়। এই প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, সাধারণ মানুষের সমস্যা নিয়ে হাঁটলে কংগ্রেস প্রথম সারিতে থাকবে। বৃহস্পতিবার রাজীব ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি।

কংগ্রেসের অভিযোগ, জলপাইগুড়ি শহরের ২৫টি ওয়ার্ডের ৭৫ শতাংশ রাস্তা বেহাল। প্রায় সাড়ে বারো হাজার বৃদ্ধ-বৃদ্ধা ভাতার জন্য আবেদন করেও ভাতা পাচ্ছেন না। চল্লিশ বছরের নিচে কোনও মহিলার স্বামীর মৃত্যু হলে এক কালীন চল্লিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। দুই বছর ধরে সেই প্রকল্পের টাকা পাচ্ছেন না কেউ।

সকলের জন্য বাড়ি প্রকল্পের কাজের কেউ দ্বিতীয় কেউ তৃতীয় দফার টাকা পাচ্ছেন না। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে, কেউ–বা ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন। অল্প বৃষ্টিতে জলমগ্ন হচ্ছে শহর তা সমাধান করা হচ্ছে না। এই শহরে এই ধরণে অনুষ্ঠান ও র‍্যালি শোভা পায় না বলে কটাক্ষ কংগ্রেসের৷

জলপাইগুড়ি কংগ্রেসের টাউন ব্লক সভাপতি অম্লান বলেন, “সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ এ দিন সকাল থেকে বন্ধ করে র‍্যালির প্রস্তুতি করা হয়েছে। শহরকে অবরুদ্ধ করে উন্নয়নের শ্মশানে পরিনত হওয়া শহরে ডিজে বাজিয়ে র‍্যালি করা সাধারণ মানুষ জবাব দেবে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, হাউজ ফর অল প্রকল্পের টাকা পাচ্ছেন না কেউ। জলপাইগুড়ি কর্পোরেশনও হল না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *