রাজেন রায়, কলকাতা, ৬ জানুয়ারি: একই দিনে গঙ্গা সাগর এবং আমফানের ত্রাণের টাকা নিয়ে ক্যাগের অডিট নিয়ে কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে পড়তে হল রাজ্য সরকারকে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আমফানের ত্রাণবন্টন নিয়ে ক্যাগকে অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্যের পক্ষ থেকে আদালতে ফের আর্জি জানানো হয়েছে, ক্যাগের অ়ডিট করার নির্দেশ স্থগিত করা হোক। কিন্তু তা নিয়ে এখনও নতুন কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট।
পাশাপাশি, শীঘ্রই হতে চলা গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার কী ব্যবস্থা করছে, তা নিয়ে হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে কীভাবে সরকার গঙ্গাসাগরে মেলা ও স্নানের বন্দোবস্ত করেছে, তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও ইতিমধ্যেই কোভিড পরিস্থিতি মেনেই গঙ্গাসাগরে কড়া ব্যাবস্থা চালু করেছে রাজ্য সরকার। প্রত্যেক পূন্যার্থী যাতে স্বাভাবিকভাবে গিয়ে সবরকম কোভিড প্রটোকল মেনে এবার পূন্যঅর্জন করতে পারেন, সেই সব নিয়েই হলফনামা হাইকোর্টে জমা দিতে হবে রাজ্য সরকারকে। যদি তাতে কোনও পরিমার্জনা প্রয়োজন হয়, তাহলে তা করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই দুর্গাপুজো, দিপাবলী, বর্ষশেষ ও নববর্ষের অনুষ্ঠান হাইকোর্টের প্রত্যক্ষ নির্দেশে পালন হয়েছে। তবে গঙ্গাসাগরে সরকার কী বন্দোবস্ত করেছে, তা জানাতে হবে আদালতে।